নবম
শ্রেণীর জীবন বিজ্ঞান : জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম
শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
| WBBSE Class 9th Life Science Question and Answer
জীবন সংগঠনের স্তর
(দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science
Question and Answer : জীবন
সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science
Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th
Life Science Question and Answer, Suggestion, Notes | নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,
Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine
IXLife Science Examination – পশ্চিমবঙ্গ নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science
Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে-
[A] মস্তিষ্ক
[B] সুষুম্নাকাণ্ড
[C] অগ্ন্যাশয়
[D] প্লিহা
উত্তর:- [B] সুষুম্নাকাণ্ড
2. মানবদেহের কোন্ অঙ্গে গ্রাফিয়ান ফলিক্ল দেখা যায়?
[A] শুক্রাশয়
[B] ডিম্বাশয়
[C] অগ্ন্যাশয়
[D] মস্তিষ্ক
উত্তর:- [B] ডিম্বাশয়
3. সেন্ট্রোজোম ক-টি সেন্ট্রিওলে বিভাজিত হয়ে থাকে?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচটি
উত্তর:- ÷A] দুটি
4. DNAঅণুর গঠনগত উপাদান হিসেবে যে শর্করাটি বর্তমান,টি সেটি হল –
[A] রাইবোজ শর্করা
[B] ডি-অক্সিরাইবোজ শর্করা
[C] ফ্রুকটোজ
[D] গ্লুকোজ
উত্তর:- [B] ডি-অক্সিরাইবোজ শর্করা
5. সাইটোপ্লাজমের ধাত্র অংশকে বলা হয় –
[A] টোনোপ্লাজম
[B] এক্টোপ্লাজম
[C] এন্ডোপ্লাজম
[D] হায়ালোপ্লাজম
উত্তর:- [B] এক্টোপ্লাজম
6. উদ্ভিদদেহ গঠনকারী কোশগুলির মৃত কোশপ্রাচীর এবং সন্নিহিত কোশগুলির অন্তর্বর্তী কোশান্তর রন্ধ্রকে
একত্রে বলা হয়—
[A] প্লাজমোপ্লাস্ট
[B] প্রোটোপ্লাস্ট
[C] অ্যাপোপ্লাস্ট
[D] কোনোটিই নয়
উত্তর:- [A] প্লাজমোপ্লাস্ট
7. মানব খাদ্যে উপস্থিত কোন্ উপাদানটির পরিপাক হয় না এবং শক্তি সরবরাহ করে না?
[A] ফ্রুক্টোজ
[B] ফ্যাট
[C] সেলুলোজ
[D] কার্বোহাইড্রেট
উত্তর:- C] সেলুলোজ
8. কোশপর্দায় উপস্থিত প্রধান লিপিডটি হল –
[A] ফসফোলিপিড
[B] সালফোলিপিড
[C] ফসফোপ্রোটিন
[D] মিউকোলিপিড
উত্তর:- [A] ফসফোলিপিড
9. নীচের কোনটি পরিহার্য ফ্যাটি অ্যাসিড –
[A] লিনোলেইক অ্যাসিড
[B] ট্রিফটোফ্যান
[C] লাইসিন
[D] সবকটি
উত্তর:- [D] সবকটি
10. DNA এবং RNA অণুতে উপস্থিত শর্করাগুলিতে কার্বন পরমাণুর সংখ্যা হল—
[A] 3-টি
[B] 4-টি
[C] 5-টি
[D] 6-টি
উত্তর:- [C] 5-টি
11. নীচের কোনটি বৃহৎ জৈব অণু নয়?
[A] DNA
[B] RNA
[C] নিউক্লিওটাইড
[D] প্রোটিন
উত্তর:- [D] প্রোটিন বৃহৎ জৈব অণু নয়।
12. মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হল –
[A] Zn
[B] Cu
[C] Ca
[D] Cr
উত্তর:- [C] Ca।
13. RNA থেকে DNA তৈরিকে বলে –
[A] ট্রান্সলেশন
[B] রিভারস ট্রান্সক্রিপ্সশন
[C] ট্রান্সক্রিপ্সশন
[D] রেপ্লিকেশন
উত্তর:- [B] রিভারস ট্রান্সক্রিপ্সশন
বলে।
14. উদ্ভিদ কোশপ্রাচীরের মধ্য ল্যামেলা গঠন করে—
[A] ক্যালশিয়াম পেকটেট
[B] ম্যাগনেশিয়াম পেকটেট
[C] A ও B উভয়ই
[D] কোনোটিই নয়
উত্তর:- [C] A ও B উভয়ই
15. প্রোটিন সংশ্লেষণ-এর জন্য দায়ী কোশীয় অঙ্গাণুটি হল –
[A] রাইবোজোম
[B] সেন্ট্রোজোম
[C] মাইটোকনড্রিয়া
[D] লাইসোজোম
উত্তর:- [A] রাইবোজোম
16. কোন খনিজটি প্রানীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে?
[A] ক্যালশিয়াম
[B] পটাশিয়াম
[C] ম্যাগনেসিয়াম
[D] আয়রন
উত্তর:- [D] আয়রন
17. নীচে কোনটি লব্ধ প্রোটিন?
[A] হিমোগ্লোবিন
[B] অ্যালবুমিন
[C] গ্লোবিউলিন
[D] পেপটোজ
উত্তর:- [D] পেপটোজ হল লব্ধ প্রোটিন।
18. লিগামেন্ট ও টেনডন দেখা যায় যে কলার গঠনে –
[A] আবরণী কলা
[B] পেশীকলা
[C] তরুণস্থি
[D] যোগকলা
উত্তর:- [D] যোগকলার গঠনে।
19. নীচে কোনটি লব্ধ প্রোটিন?
[A] হিমোগ্লোবিন
[B] অ্যালবুমিন
[C] গ্লোবিউলিন
[D] পেপটোজ
উত্তর – [D] পেপটোজ হল লব্ধ প্রোটিন।
20. কোশের শক্তিঘর হল –
[A] মাইটোকনড্রিয়া
[B] নিউক্লিয়াস
[C] গলগি বস্তু
[D] সেন্ট্রোজোম
উত্তর – কোশের শক্তিঘর হল [A] মাইটোকনড্রিয়া
21. আলুর বর্ণ সাদা হয় যে অঙ্গানুর জন্য –
[A] ক্রোমোপ্লাস্টিড
[B] ক্লোরোপ্লাস্টিড
[C] মাইক্রোটিবিউল
[D] লিউকোপ্লাস্টিড
উত্তর – আলুর বর্ণ সাদা হয় [D] লিউকোপ্লাস্টিডের
জন্য।
22. সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ?
[A] মাইটোকনড্রিয়া
[B] এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
[C] রাইবোজোম
[D] লাইসোজোম
উত্তর – সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা [B] এন্ডোপ্লাজমিক
রেটিকিউলামের কাজ।
23. রক্তের RBC মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়?
[A] যকৃৎ
[B] বৃক্ক
[C] ফুসফুস
[D] প্লীহা
উত্তর – রক্তের RBC মানবদেহের [D] প্লীহাতে ধ্বংস হয়।
24. রাইবোজোমের নামকরণ করেছিলেন –
[A] বেন্ডা
[B] ব্রাউন
[C] হেকেল
[D] প্যালাডে
উত্তর – রাইবোজোমের নামকরণ করেছিলেন বিজ্ঞানী [D] প্যালাডে।
25. ন্যাসপাতির কঠিন অংশটি গঠিত হয় কোন প্রকার কোশ দ্বারা?
[A] ট্রাকিড
[B] স্ক্লেরাইড
[C] সঙ্গীকোশ
[D] কোলেনকাইমা
উত্তর – ন্যাসপাতির কঠিন অংশটি গঠিত হয় [B] স্ক্লেরাইড
কোশ দ্বারা।
26. কোন কলার সবগুলি কোশ মৃত –
[A] প্যারেনকাইমা
[B] কোলেনকাইমা
[C] জাইলেম
[D] ক্লোরেনকাইমা
উত্তর – [B] কোলেনকাইমা কলার সবগুলি কোশ মৃত।
27. কোনটি সিনসিটিয়াম?
[A] ভাউকেরিয়া
[B] সরেখ পেশিকোশ
[C] মিউকর
[D] রাইজোপাস
উত্তর – সিনসিটিয়াম হল [B] সরেখ পেশিকোশ ।
28. লিগামেন্ট ও টেনডন দেখা যায় যে কলার গঠনে –
[A] আবরণী কলা
[B] পেশীকলা
[C] তরুণস্থি
[D] যোগকলা
উত্তর – লিগামেন্ট ও টেনডন দেখা যায় [D] যোগকলার
গঠনে।
29. সোয়ানকোশের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হল –
[A] ডেনড্রাইট
[B] অ্যাক্সন
[C] প্রান্ত বুরুশ
[D] স্নায়ুসন্নিধি
উত্তর – সোয়ানকোশের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হল [B] অ্যাক্সন।
30. মানবদেহে কোন অঙ্গে HCl ক্ষরিত হয়?
[A] পাকস্থলী
[B] যকৃৎ
[C] অগ্ন্যাশয়
[D] বৃহদন্ত্র
উত্তর – মানবদেহে [A] পাকস্থলী থেকে HCl ক্ষরিত হয়।
31. মানুষের রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি –
[A] বৃক্ক
[B] পাকস্থলী
[C] হৃৎপিণ্ড
[D] ত্বক
উত্তর – মানুষের রক্তের পরিশোধন ঘটায় [A] বৃক্ক।
32. কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়?
[A] প্লিহা
[B] ফুসফুস
[C] যকৃৎ
[D] বৃক্ক
উত্তর – [C] যকৃৎ এ ইউরিয়া উৎপন্ন হয়।
33. মানুষের দেহের কোন অঙ্গে অরনিথিন চক্র সম্পাদিত হয়?
[A] যকৃৎ
[B] বৃক্ক
[C] অগ্ন্যাশয়
[D] ক্ষুদ্রান্ত্র
উত্তর – মানুষের দেহের [A] যকৃৎ এ অরনিথিন চক্র
সম্পাদিত হয়।
34. আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিই। এই কাজটি নিয়ন্ত্রণ করে
[A] মতিষ্ক
[B] সুষুম্নাকান্ড
[C] হাত
[D] ত্বক
উত্তর – আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিই। এই
কাজটি নিয়ন্ত্রণ করে [B] সুষুম্নাকান্ড।
35. মানুষের ত্বকের বাইরের স্তরটি হল—
[A] ডারমিস
[B] এপিডারমিস
[C] হাইপোডারমিস
[D] এক্সোডারমিস
উত্তর:- [B] এপিডারমিস
36. পরিণত মানুষের স্বাভাবিক যকৃতের ওজন প্রায়—
[A] 5 Kg
[B] 5 Kg
[C] 5 kg
[D] 3 kg
উত্তর:- [A] 5 Kg
37. শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল—
[A] 3:1
[B] 2:1
[C] 1 : 1
[D] 4:1
উত্তর:- [B] 2:1
38. এনার্জি কারেন্সি বা শক্তিমুদ্রা বলে—
[A] GTP-কে
[B] CTP-কে
[C] ATP-কে
[D] NADP-কে
উত্তর:- [C] ATP-কে
39. এখানে ক্লিক করে প্রথম অধ্যায়ের প্রশ্নের উত্তর দেখুন।
কোশপর্দায় উপস্থিত লিপিডটি হল---
[A] ফসফোলিপিড
[B] সালফোলিপিড
[C] ফসফোপ্রোটিন
[D] মিউকোলিপিড
উত্তর:- [A] ফসফোলিপিড
40. ভিটামিন A-র অভাবজনিত রোগটি হল---
[A] রাতকানা
[B] জেরপথ্যালমিয়া
[C] ফ্রিনোডার্মা
[D] সবকটি
উত্তর:- [A] রাতকানা
41. ভিটামিন C-র রাসায়নিক
নাম হল-
[A] রেটিনল
[B] টোকোফেরল
[C] অ্যাসকরবিক অ্যাসিড
[D] থিয়ামিন
উত্তর:- [C] অ্যাসকরবিক অ্যাসিড
42. শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল—
[A] 3 : 1
[B] 2 : 1
[C] 1 : 1
[D] 4 : 1
উত্তর-[B] 2 : 1
43. এনার্জি কারেন্সি শক্তিমুদ্রা বলে–
[A] GTP-কে
[B] CTP-কে
[C] ATP-কে
[D] NADP-কে
উত্তর-[C] ATP-কে
44. কোশপর্দায় উপস্থিত লিপিডটি হল ---
[A] ফসফোলিপিড
[B] সালফোলিপিড
[C] ফসফোপ্রােটিন
[D] মিউকোলিপিড
উত্তর-[A] ফসফোলিপিড
45. ভিটামিন A-র অভাবজনিত রােগটি হল --
[A] রাতকানা
[B] জেরপথ্যালমিয়া
[C] ফ্রিনােডার্মা
[D] সবকটি
উত্তর-[A] রাতকানা
46. ভিটামিন C-র রাসায়নিক নাম হল-
[A] রেটিনল
[B] টোকোফেরল
[C] অ্যাসকরবিক অ্যাসিড
[D] থিয়ামিন
উত্তর-C] অ্যাসকরবিক অ্যাসিড[
47. নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গােলাকার অংশটি হল—
[A] নিউক্লিওলাস
[B] নিউক্লিওয়েড
[C] নিউক্লিন
[C] নিউক্লিওপ্লাজম
উত্তর-[A] নিউক্লিওলাস
48. কোশ-অঙ্গাণুর মধ্যে ক্রিস্টিনামক গঠনটি দেখা যায়—
[A] রাইবােজোমে
[B] মেসােজোমে
[C] প্লাসটিডতে
[D] মাইটোকনড্রিয়াতে
উত্তর[D] মাইটোকনড্রিয়াতে
49. বেমতন্তু গঠনে সাহায্যকারী কোশ-অঙ্গাণুটি হল—
[A] সেন্ট্রোজোম
[B] ক্রোমােজোম
[C] রাইবােজোম
[D] লাইসােজোম
উত্তর-A] সেন্ট্রোজোম
50. [9] পার্শ্বস্থ ভাজক কলা হল ---
[A] ক্যাম্বিয়াম
[B] কর্ক-ক্যাম্বিয়াম
[C] A ও B উভয়ই
[D] কোনােটিই নয়
উত্তর-[C] A ও B উভয়ই
51. জাইলেমের সজীব উপাদানটি হল-
[A] ট্রাকিড
[B] ট্রাকিয়া বা ভেসেল
[C] জাইলেম প্যারেনকাইমা ।
[D] জাইলেম তন্তু।
উত্তর-[C] জাইলেম প্যারেনকাইমা
52. কোন যােগকলায় রক্ত সরবরাহ থাকে না?
[A] অস্থি
[B] তরুণাস্থি
[C]এরিওকলা
[D] ঘন যােগকলা
উত্তর-[B] তরুণাস্থি
53. মানুষের ত্বকের বাইরের স্তরটি হল-
[A] ডারমিস
[B] এপিডারমিস
[C] হাইপােডারমিস
[D] এক্সোডারমিস
উত্তর-[B] এপিডারমিস
54. পরিণত মানুষের স্বাভাবিক যকৃতের ওজন প্রায়—
[A] 5 Kg
[B] 5 Kg
[C] 05 kg
[D] 3 Kg
উত্তর-[A] 5 Kg
55. মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে।
[A] মস্তিষ্ক
[B] সুষুম্নাকাণ্ড
[C] অগ্ন্যাশয়
[D] প্লিহা ।
উত্তর-[B] সুষুম্নাকাণ্ড
56. মানবদেহের কোন অঙ্গে গ্রাফিয়ান ফলিক্ল দেখা যায়।
[A] শুক্রাশয়
[B] ডিম্বাশয়
[C] অগ্ন্যাশয়
[D] মস্তিষ্ক।
উত্তর-[B] ডিম্বাশয়
57. সেন্ট্রোজোম ক-টি সেন্ট্রিওলে বিভাজিত হয়ে থাকে?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচটি 17 DNA
উত্তর-[A] দুটি
58. অণুর গঠনগত উপাদান হিসেবে যে শর্করাটি বর্তমান, সেটি
হল—
[A] রাইবােজ শর্করা
[B] ডি-অক্সিরাইবোেঝ শর্করা
[C] ফুকটোজ
[D] গ্লুকোজ
উত্তর-[B] ডি-অক্সিরাইবোেঝ শর্করা
59. সাইটোপ্লাজমের ধাত্র অংশকে বলা হয়—
[A] টোনােপ্লাজম
[B] এক্টোপ্লাজম
[C] এন্ডােপ্লাজম
[D] হায়ালােপ্লাজম
উত্তর-[D] হায়ালােপ্লাজম
60. উদ্ভিদদেহ গঠনকারী কোশগুলির মৃত কোশপ্রাচীর এবং সন্নিহিত কোশগুলির
অন্তর্বর্তী কোশান্তর কে একত্রে বলা হয়-
[A] প্লাজমােগ্লাস্ট
[B] প্রােটোপ্লাস্ট
[C] অ্যাপপাপ্লাস্ট
[D] কোনােটিই নয়
উত্তর- [A] প্লাজমােগ্লাস্ট
61. নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গোলাকার
অংশটি হল –
[A] নিউক্লিওলাস
[B] নিউক্লিওয়েড
[C] নিউক্লিন
[C] নিউক্লিওপ্লাজম
উত্তর:- [A] নিউক্লিওলাস
62. কোশ-অঙ্গাণুর মধ্যে ক্রিস্টি নামক গঠনটি দেখা যায়—
[A] রাইবোজোমে
[B] মেসোজোমে}
[C] প্লাসটিডতে
[D] মাইটোকনড্রিয়াতে
উত্তর:- [D] মাইটোকনড্রিয়াতে
63. বেমতস্তু গঠনে সাহায্যকারী
কোশ-অঙ্গাণুটি হল—
[A] সেন্ট্রোজোম
[B] ক্রোমোজোম
[C] রাইবোজোম
[D] লাইসোজোম
উত্তর:- [A] সেন্ট্রোজোম
64. পার্শ্বস্থ ভাজক কলা হল---
[A] ক্যাম্বিয়াম
[B] কর্ক-ক্যাম্বিয়াম
[C] A ও B উভয়ই
[D] কোনোটিই নয়
উত্তর:- [C] A ও B উভয়ই
65. জাইলেমের সজীব উপাদানটি হল –
[A] ট্রাকিড
[B] ট্রাকিয়া বা ভেসেল
[C] জাইলেম প্যারেনকাইমা
[D] জাইলেম তন্তু।
উত্তর:- [C] জাইলেম প্যারেনকাইমা
66. কোন্ যোগকলায় রক্ত সরবরাহ থাকে না?
[A] অস্থি
[B] তরুণাস্থি
[C] এরিওলার কলা
[D] ঘন যোগকলা
উত্তর:- [B] তরুণাস্থি
67. নীচের কোনটি বৃহৎ জৈব অণু নয়?
[A] DNA
[B] RNA
[C] নিউক্লিওটাইড
[D] প্রোটিন
উত্তর – [D] প্রোটিন বৃহৎ জৈব অণু নয়।
68. মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হল –
[A] Zn
[B] Cu
[C] Ca
[D] Cr
উত্তর – মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হল [C] Ca।
69. RNA থেকে DNA তৈরিকে বলে –
[A] ট্রান্সলেশন
[B] রিভারস ট্রান্সক্রিপ্সশন
[C] ট্রান্সক্রিপ্সশন
[D] রেপ্লিকেশন
উত্তর – RNA থেকে DNA তৈরিকে [B] রিভারস ট্রান্সক্রিপ্সশন বলে।
70. কোন খনিজটি প্রানীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে?
[A] ক্যালশিয়াম
[B] পটাশিয়াম
[C] ম্যাগনেসিয়াম
[D] আয়রন
উত্তর – [D] আয়রন প্রানীদেহে হিমোগ্লোবিন গঠনে
সাহায্য করে।
71. সোয়ানকোশের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হল –
[A] ডেনড্রাইট
[B] অ্যাক্সন
[C] প্রান্ত বুরুশ
[D] স্নায়ুসন্নিধি
উত্তর:- [B] অ্যাক্সন।
72. মানবদেহে কোন অঙ্গে HCl ক্ষরিত হয়?
[A] পাকস্থলী
[B] যকৃৎ
[C] অগ্ন্যাশয়
[D] বৃহদন্ত্র
উত্তর:- [A] পাকস্থলী
73. মানুষের রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি –
[A] বৃক্ক
[B] পাকস্থলী
[C] হৃৎপিণ্ড
[D] ত্বক
উত্তর:- [A] বৃক্ক।
74. কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়?
[A] প্লিহা
[B] ফুসফুস
[C] যকৃৎ
[D] বৃক্ক
উত্তর:- [C] যকৃৎ
75. মানুষের দেহের কোন অঙ্গে অরনিথিন
চক্র সম্পাদিত হয়?
[A] যকৃৎ
[B] বৃক্ক
[C] অগ্ন্যাশয়
[D] ক্ষুদ্রান্ত্র
উত্তর:- [A] যকৃৎ
76. আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিই। এই কাজটি নিয়ন্ত্রণ করে
[A] মতিষ্ক
[B] সুষুম্নাকান্ড
[C] হাত
[D] ত্বক
উত্তর:- [B] সুষুম্নাকান্ড
77. কোশের শক্তিঘর হল –
[A] মাইটোকনড্রিয়া
[B] নিউক্লিয়াস
[C] গলগি বস্তু
[D] সেন্ট্রোজোম
উত্তর:- [A] মাইটোকনড্রিয়া
78. আলুর বর্ণ সাদা হয় যে অঙ্গানুর জন্য –
[A] ক্রোমোপ্লাস্টিড
[B] ক্লোরোপ্লাস্টিড
[C] মাইক্রোটিবিউল
[D] লিউকোপ্লাস্টিড
উত্তর:- [D] লিউকোপ্লাস্টিডের
79. সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ?
[A] মাইটোকনড্রিয়া
[B] এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
[C] রাইবোজোম
[D] লাইসোজোম
উত্তর:- [B] এন্ডোপ্লাজমিক
80. রক্তের RBC মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়?
[A] যকৃৎ
[B] বৃক্ক
[C] ফুসফুস
[D] প্লীহা
উত্তর:- [D] প্লীহাতে
81. রাইবোজোমের নামকরণ করেছিলেন –
[A] বেন্ডা
[B] ব্রাউন
[C] হেকেল
[D] প্যালাডে
উত্তর:- [D] প্যালাডে।
82. ন্যাসপাতির কঠিন অংশটি গঠিত হয় কোন প্রকার কোশ দ্বারা?
[A] ট্রাকিড
[B] স্ক্লেরাইড
[C] সঙ্গীকোশ
[D] কোলেনকাইমা
উত্তর:- [B] স্ক্লেরাইড কোশ দ্বারা।
83. কোন কলার সবগুলি কোশ মৃত –
[A] প্যারেনকাইমা
[B] কোলেনকাইমা
[C] জাইলেম
[D] ক্লোরেনকাইমা
উত্তর:- [B] কোলেনকাইমা
84. কোনটি সিনসিটিয়াম?
[A] ভাউকেরিয়া
[B] সরেখ পেশিকোশ
[C] মিউকর
[D] রাইজোপাস
উত্তর:- [B] সরেখ পেশিকোশ
জীবন সংগঠনের স্তর
(দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন
বিজ্ঞান সাজেশন প্রশ্ন ও উত্তর Class 9 Life Science Suggestion | West Bengal WBBSE Class Nine
IX(Class 9th) Life Science Question and Answer Suggestion
1. গাজর, পাঁকা পেঁপেঁতে যে ভিটামিন
তাহকে তার নাম কি?
উত্তর:- ভিটামিন A
2. অ্যাসিড-ক্ষার ভারসাম্য রক্ষা করে এরকম একটি খনিজের নাম লেখো।
উত্তর:- ফসফরাস
3. প্রোটিনকে রাসায়নিক গঠনে পরিবর্তনে সাহায্য করে কে?
উত্তর:- RER
4. সালোকসংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোশীয় অঙ্গানুটির নাম লেখো।
উত্তর:- ক্লোরোপ্লাস্টিড
5. উদ্ভিদকোশে কোশগহ্বর সংলগ্ন সাইটোপ্লাজমকে কী বলে?
Ans:টেনোপ্লাস্ট
6. সর্বাপেক্ষা ছোটো সজীব কোশ কোন্টি?
উত্তর:- মাইকোপ্লাজম গ্যালিসেপটিকাম
7. কোন্ কলার কোশান্তর রন্ধ্র দেখা যায়?
উত্তর:- প্যারেনকাইমা
8. অ্যারেনকাইমা দেখা যায় কোন্ গাছে?
উত্তর:- কচুরিপানায়
9. কোন্ কলা উদ্ভিদে জল পরিবহন করে?
উত্তর:- জাইলেম
10. ভাজক কলার একটি কাজ লেখো।
উত্তর:- উদ্ভিদের বৃদ্ধি ঘটানো
11. ফ্লোয়েমের মৃত উপাদান কোন্টি?
উত্তর:- ফ্লোয়েম তন্তু
12. কতগুলি কলা একত্রে মিলে কী তৈরি হয়?
উত্তর:- অঙ্গ
13. পেয়ারার ত্বক শক্ত হয় কেন?
উত্তর:- স্ক্লেরেনকাইমার উপস্থিতির
জন্য পেয়ারার ত্বক শক্ত হয়।
14. বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে?
উত্তর:- বায়ু গহ্বরযুক্ত
প্যারেনকাইমাকে এয়ারেনকাইমা বলে।
15. ক্যাস্পেরিয়ান পট্টি কোথায় দেখা যায়?
উত্তর:- ক্যাস্পেরিয়ান পট্টি
দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তস্ত্বকে দেখা যায়।
16. পরিণত মানুষের মতিষ্কের ওজন কত?
উত্তর:- পরিণত মানুষের মতিষ্কের ওজন 1336
গ্রাম [পুরুষের ক্ষেত্রে]।
17. শুক্রাশয় নির্গত হরমোন কোন কোশ থেকে ক্ষরিত হয়?
উত্তর:- শুক্রাশয় নির্গত হরমোন লেডিগ
কোশ থেকে ক্ষরিত হয়।
18. ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।
উত্তর:- ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোন হল
ইস্ট্রোজেন।
19. ট্রিপসিন কোন পরিপাক গ্রন্থি থেকে বের হয়?
উত্তর:- ট্রিপসিন অগ্ন্যাশয় পরিপাক
গ্রন্থি থেকে বের হয়।
20. ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
উত্তর:- ইনসুলিন হরমোন অগ্ন্যাশয়
গ্রন্থির ল্যাঙ্গার হ্যানসের বিটা কোশ থেকে ক্ষরিত হয়।
21. কোশ কাকে বলে?
উত্তর:- জীবদেহের পর্দাবেষ্টিত,
প্রোটোপ্লাজম সমন্বিত, স্বপ্রজননশীল এবং
জীবদেহের গঠনগত ও কার্যগত এককে কোশ বলে।
22. শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কি ?
উত্তর:- শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল 2:1
23. এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা কাকে বলে?
উত্তর:- ATP- এনার্জি বা শক্তি মুদ্রা বলে।
24. কোষ পর্দায় উপস্থিত লিপিড এর নাম কি?
উত্তর:- ফসফোলিপিড।
25. ভিটামিন A এর অভাবজনিত রোগ এর নাম লেখ।
উত্তর:- রাতকানা।
26. ভিটামিন C এর রাসায়নিক নাম কি?
উত্তর:- ভিটামিন C এর রাসায়নিক নাম হল অ্যাসকরবিক অ্যাসিড।
27. নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গোলাকার অংশটিকে কি বলে?
উত্তর:- নিউক্লিওলাস।
28. কোনকোষ অঙ্গাণুর মধ্যে কৃষ্টি নামক গঠনটি দেখা যায়?
উত্তর:- মাইটোকনড্রিয়া।
29. বেম তন্তু গঠন এর সাহায্যকারী কোষ অঙ্গাণু কোনটি?
উত্তর:- সেন্ট্রোজোম।
30. নিচের কোনটি পার্শ্বস্থ ভাজক কলা ?
উত্তর:- ক্যাম্বিয়াম, ফেলোজেন, কর্ক ক্যাম্বিয়াম ইত্যাদি ।
31. জাইলেমের সজীব উপাদানটি কি?
উত্তর:- জাইলেম প্যারেনকাইমা।
32. কোন যোগ কলায় রক্ত সরবরাহ থাকে না?
উত্তর:- তরুণাস্থি।
33. মানুষের ত্বকের বাইরের স্তরটিকে কি বলে?
উত্তর:- এপিডার্মিস।
34. মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?
উত্তর:- সুষুম্নাকাণ্ড।
35. মানবদেহের কোন অঙ্গে গ্রাফিয়ান ফলিকল দেখা যায়?
উত্তর:- ডিম্বাশয়।
36. সেন্ট্রোজোম কটি সেন্ট্রিওলের বিভাজিত হয়ে থাকে?
উত্তর:- সেন্ট্রোজোম দুটি সেন্ট্রিওলে বিভাজিত
হয়ে থাকে?
37. DNA অণুর গঠনগত উপাদান হিসাবে কোন শর্করা উপস্থিত থাকে?
উত্তর:- ডি- অক্সি রাইবোজ শর্করা
38. সাইটোপ্লাজমের ধাত্র অংশকে কি বলা হয় ?
উত্তর:- হায়ালোপ্লাজম।
39. একটি করে অ্যাল্ডোজ ও কিটোজ শর্করার উদাহরণ দাও।
উত্তর – একটি অ্যাল্ডোজ শর্করা হল
গ্লুকোজ এবং একটি কিটোজ শর্করা হল ফ্রুকটোজ।
40. কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না, যা প্রোটিনে
থাকে?
উত্তর – কার্বোহাইড্রেটে
নাইট্রোজেন থাকে না, যা প্রোটিনে থাকে।
41. জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো।
উত্তর – জলে দ্রাব্য ভিটামিনগুলি হল ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C।
42. আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়?
উত্তর – আয়োডিনের অভাবে শিশুদের
ক্রেটিনিজিম রোগ হয়।
43. মানুষের দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা
বজায় রাখতে কোন অঙ্গ সাহায্য করে?
উত্তর – দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে
সাহায্য করে বৃক্ক।
44. নিউক্লিওপ্লাজমের অবস্থান লেখো।
উত্তর – নিউক্লিয়াসের ভিতরে
নিউক্লিওপ্লাজমের অবস্থান।
45. অক্সিজোম দানা কোথায় থাকে?
উত্তর – অক্সিজোম দানা মাইটোকন্ড্রিয়ায়
থাকে।
46. প্রাণী কোশ বিভাজনে বেম গঠন করে কোন অঙ্গাণু?
উত্তর – প্রাণী কোশ বিভাজনে বেম গঠন করে
সেন্ট্রোজোম।
47. সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ অঙ্গাণু দুটির নাম কী?
উত্তর – সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ অঙ্গাণু
দুটি হল সেন্ট্রিওল ও গলগি বডি।
48. সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো ও মাইক্রো উপাদানের নাম লেখো।
উত্তর – সাইটোপ্লাজমে উপস্থিত
একটি ম্যাক্রো উপাদান হল স্টার্চ ও মাইক্রো উপাদান হল গ্লুকোজ।
49. সারকোলেমা কী?
উত্তর – পেশীকোশের আবরণীকে বলা হয় সারকোলেমা।
50. পেশীকলার সারকোপ্লাজমে যে দুই ধরণের প্রোটিন থাকে তাদের নাম লেখো।
উত্তর – পেশীকলার সারকোপ্লাজমে যে দুই
ধরণের প্রোটিন থাকে তাদের নাম হল অ্যাকটিন ও মায়োসিন।
51. পেয়ারার ত্বক শক্ত হয় কেন?
উত্তর – স্ক্লেরেনকাইমার
উপস্থিতির জন্য পেয়ারার ত্বক শক্ত হয়।
52. বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে?
উত্তর – বায়ু গহ্বরযুক্ত
প্যারেনকাইমাকে এয়ারেনকাইমা বলে।
53. ক্যাস্পেরিয়ান পট্টি কোথায় দেখা যায়?
উত্তর – ক্যাস্পেরিয়ান পট্টি
দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তস্ত্বকে দেখা যায়।
54. পরিণত মানুষের মতিষ্কের ওজন কত?
উত্তর – পরিণত মানুষের মতিষ্কের ওজন 1336 গ্রাম [পুরুষের ক্ষেত্রে]।
55. শুক্রাশয় নির্গত হরমোন কোন কোশ থেকে ক্ষরিত হয়?
উত্তর – শুক্রাশয় নির্গত হরমোন লেডিগ কোশ থেকে ক্ষরিত
হয়।
56. ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।
উত্তর – ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোন হল ইস্ট্রোজেন।
57. ট্রিপসিন কোন পরিপাক গ্রন্থি থেকে বের হয়?
উত্তর – ট্রিপসিন অগ্ন্যাশয় পরিপাক গ্রন্থি থেকে বের
হয়।
58. ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
উত্তর – ইনসুলিন হরমোন অগ্ন্যাশয় গ্রন্থির ল্যাঙ্গার হ্যানসের
বিটা কোশ থেকে ক্ষরিত হয়।
59. উদ্ভিদদেহ গঠনকারী কোষগুলির মৃত কোষপ্রাচীর এবং সন্নিহিত কোষগুলির অন্তর্বর্তী কোষান্তর রন্ধ্রকে
কি বলে?
উত্তর:- প্লাজমোডেসমাটা।
60. মানব খাদ্যে উপস্থিত কোন উপাদানটি পরিপাক হয় না এবং শক্তি সরবরাহ
করে না?
উত্তর:- সেলুলোজ।
61. অপরিহার্য ফ্যাটি অ্যাসিড এর নাম লেখ।
উত্তর:- ট্রিপটোফান, লাইসিন, লিউসিন।
62. নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত?
উত্তর:- পেন্টোজ শর্করা , নাইট্রোজেনঘটিত ক্ষার এবং ফসফেট
গ্রুপ বা ফসফোরিক অ্যাসিড এর সমন্বয়ে নিউক্লিওটাইড গঠিত হয়।
63. প্রাণী দেহে কার্বোহাইড্রেট কি রূপে সঞ্চিত থাকে?
উত্তর:- প্রাণী দেহে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে
সঞ্চিত থাকে।
64. লিপিড কিসে দ্রবীভূত হয়?
উত্তর:- লিপিড জৈব দ্রাবক অর্থাৎ ইথার , বেনজিন, ক্লোরোফর্ম প্রভৃতিতে দ্রবীভূত হয়।
65. মানবদেহের লোহার অভাবজনিত রোগ উল্লেখ করো।
উত্তর:- মানবদেহের লোহার অভাবজনিত রোগ হল
অ্যানিমিয়া বা রক্তাল্পতা।
66. কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কারা প্রবর্তন?
উত্তর:- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন হাজার 972 সালে কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন করেন।
67. নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়?
উত্তর:- নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়।
68. বায়ু গহব্বর যুক্ত প্যারেনকাইমা কে কি বলে?
উত্তর:- গব্বর যুক্ত প্যারেনকাইমা কে
এরেনকাইমা বলে।
69. নিউরনের বড় প্রবর্ধকটির নাম কি?
উত্তর:- নিউরনের বড় প্রবর্ধকটির নাম হল
অ্যাকসন।
70. রক্তক্ষরন বা হ্যামারেজ প্রতিরোধে যে ভিটামিন থাকে তার নাম কি?
উত্তর:- ভিটামিন K
71. একটি করে অ্যাল্ডোজ ও কিটোজ শর্করার উদাহরণ দাও।
উত্তর:- একটি অ্যাল্ডোজ শর্করা হল গ্লুকোজ এবং
একটি কিটোজ শর্করা হল ফ্রুকটোজ।
72. কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না, যা প্রোটিনে থাকে?
উত্তর:- কার্বোহাইড্রেটে নাইট্রোজেন থাকে না, যা প্রোটিনে থাকে।
73. জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো।
উত্তর:- জলে দ্রাব্য ভিটামিনগুলি হল ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C।
74. আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়?
উত্তর:- আয়োডিনের অভাবে শিশুদের ক্রেটিনিজিম রোগ
হয়।
75. মানুষের দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে কোন অঙ্গ সাহায্য করে?
উত্তর:- দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ
মৌলের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে বৃক্ক।
76. নিউক্লিওপ্লাজমের অবস্থান লেখো।
উত্তর:- নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজমের
অবস্থান।
77. প্রাণী কোশ বিভাজনে বেম গঠন করে কোন অঙ্গাণু?
উত্তর:- প্রাণী কোশ বিভাজনে বেম গঠন করে
সেন্ট্রোজোম।
78. সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ অঙ্গাণু দুটির নাম কী?
উত্তর:- সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ
অঙ্গাণু দুটি হল সেন্ট্রিওল ও গলগি বডি।
79. সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো ও মাইক্রো উপাদানের নাম লেখো।
উত্তর:- সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো
উপাদান হল স্টার্চ ও মাইক্রো উপাদান হল গ্লুকোজ।
80. সারকোলেমা কী?
উত্তর:- পেশীকোশের আবরণীকে বলা হয়
সারকোলেমা।
81. পেশীকলার সারকোপ্লাজমে যে দুই ধরণের প্রোটিন থাকে তাদের নাম
লেখো।
উত্তর:- পেশীকলার সারকোপ্লাজমে যে দুই
ধরণের প্রোটিন থাকে তাদের নাম হল অ্যাকটিন ও মায়োসিন।
82. একটি যোগকলার উদাহরন দাও।
উত্তর:- রক্ত
83. নিউরোন কাকে বলে?
উত্তর:- স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে
নিউরোন বলে।
84. প্রাণীদেহের কোন্ কলার মেদ সঞ্চিত হয়?
উত্তর:- অ্যাডিপোজ কলায়
85. কোন্ অঙ্গটির উদরগহ্ববর থাকে না?
উত্তর:- হৃৎপিন্ড
86. একটি দ্বিশর্করার উদাহরন দাও।
উত্তর:- সুক্রোজ
87. গলগন্ড প্রতিরোধ কারী একটি লবনের উদাহরন দাও।
উত্তর:- NaI
88. নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত?
উত্তর:- পেন্টোজ শর্করা [ডি-অক্সিরাইবোজ বা রাইবোজ],নাইট্রোজেনঘটিত ক্ষার [অ্যাডেনিন/গুয়ানিন/থাইমিন/সাইটোসিন/ইউরাসিল]
এবং ফসফেট গ্রুপ বা ফসফোরিক অ্যাসিডের সমন্বয়ে নিউক্লিওটাইড গঠিত হয়।
89. প্রাণীদেহে কার্বোহাইড্রেট কীরূপে সঞ্চিত থাকে?
উত্তর:- গ্লুকোজ গ্রুপে সঞ্চিত থাকে।
90. লিপিড কীসে দ্রবীভূত হয়?
উত্তর:- ইথার , বেনজিন বা ক্লোফরর্মে দ্রবীভূত হয়।
91. মানবদেহে লোহার অভাবজনিত রোগটি উল্লেখ করো।
উত্তর:- রক্ত অল্পতা।
92. কোশপর্দার ফুইড মোজাইক মডেল কারা প্রবর্তন করেন?
উত্তর:- সিঙ্গার ও নিকলসন ১৯৭২ সালে কোশপর্দার ফুইড মোজাইক মডেল প্রবর্তন করেন।
93. নিউক্লিয়াসের কোন্ অংশ থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়?
উত্তর:- নিউক্লিয় জালিকা থেকে নিউক্লিয়াসের ক্রোমোজোম সৃষ্টি হয়।
94. বায়ুগহ্বর যুক্ত প্যারেনকাইমাকে কী বলে?
উত্তর:- বায়ুগহ্বর যুক্ত প্যারেনকাইমাকে বলে এরেনকাইমা।
95. নিউরোনের বড়ো প্রবর্ধকটির নাম কী?
উত্তর:- নিউরোনের বড়ো প্রবর্ধকটির নাম অ্যক্সন।
96. কোন্ কলায় ইনটারক্যালেটেড
ডিসক্ দেখা যায়?
উত্তর:- পেশি কলায় কলায় ইনটারক্যালেটেড
97. ডিসক্ দেখা যায়।
একটি মিশ্রগ্রন্থির নাম লেখো।
উত্তর:- একটি মিশ্রগ্রন্থির নাম
অগ্নাশয় গ্রন্থি।
98. মানুষের প্লিহার ওজন কত?
উত্তর:- মানুষের প্লিহার ওজন প্রায় 150 g ।
99. কোন্ কোশ অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলে?
উত্তর:- রাইবোজোম অঙ্গনু কে প্রোটিন ফ্যাক্টরি বলে।
100. দুটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম লেখো।
উত্তর:- দুটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম
ভিটামিন A , ভিটামিন D , ভিটামিন E, ভিটামিন K.
101. ORS-র পুরো নাম কী?
উত্তর:- ORS-র পুরো নাম "ওরাল রিহাইড্রশন সলিউশন'।
102. পাকস্থলী থেকে ক্ষরিত হয় এমন একটি অ্যাসিডের নাম লেখো।
উত্তর:- Hcl
103. রক্তক্ষরন বা হ্যামারেজ প্রতিরোধে যে ভিটামিন থাকে তার নাম কি?
উত্তরঃ- ভিটামিন K
104. গাজর, পাঁকা পেঁপেঁতে যে ভিটামিন তাহকে তার নাম কি?
উত্তরঃ- ভিটামিন A
105. অ্যাসিড-ক্ষার ভারসাম্য রক্ষা করে এরকম একটি খনিজের নাম লেখো।
উত্তরঃ- ফসফরাস
শূন্যস্থান পূরণ করোঃ-
106. পেলেগ্রা প্রতিরোধী ভিটামিন বা PP ফ্যাক্টর হল __________।
উত্তরঃ- নিয়াসিন
107. প্রোটিনকে রাসায়নিক গঠনে পরিবর্তনে সাহায্য করে কে?
উত্তরঃ- RER
108. সালোকসংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোশীয় অঙ্গানুটির নাম লেখো।
উত্তরঃ- ক্লোরোপ্লাস্টিড
109. উদ্ভিদকোশে কোশগহ্বর সংলগ্ন সাইটোপ্লাজমকে কী বলে?
উত্তরঃ-টেনোপ্লাস্ট
110. দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখাে।
উত্তর- লিনোলেনিক অ্যাসিড এবং লিনোলেইক
অ্যাসিড।
111. নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত?
উত্তর- পেন্টোজ শর্করা ,নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং ফসফরিক অ্যাসিডর সমন্বয়ে
নিউক্লিওটাইড গঠিত হয়।
112. প্রাণীদেহে কার্বোহাইড্রেট কীরূপে সঞ্চিত থাকে?
উত্তর - গ্লুকোজ
113. লিপিড কীসে দ্রবীভূত হয়?
উত্তর- ইথার বেঞ্জিন ক্লোরোফর্ম প্রভৃতি ফ্যাট
দ্রাবকে দ্রবীভূত হয়।
114. মানবদেহে লােহার অভাবজনিত রােগটি উল্লেখ করাে।
উত্তর- রক্ত অল্পতা
115. কোশপর্দার ফুইড মােজাইক মডেল কারা প্রবর্তন করেন?
উত্তর- ক্যালিফোর্নিয়া
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন
116. নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমােজোম সৃষ্টি হয়?
উত্তর- নিউক্লিয় জালিকা থেকে
117. বায়ুগহ্বর যুক্ত প্যারেনকাইমাকে কী বলে?
উত্তর- এরেনকাইমা
118. নিউরােনের বডো প্রবর্ধকটির নাম কী?
উত্তর- অ্যাক্সন
119. কোন্ কলায় ইনটারক্যালেটেড ডিস দেখা যায় ?
উত্তর-?
120. একটি মিশ্রগ্রন্থির নাম লেখাে।
উত্তর- অগ্নাশয়
121. মানুষের প্লিহার ওজন কত?
উত্তর- প্রায় 150 গ্রাম
122. কোন্ কোশ অঙ্গাণুকে প্রােটিন ফ্যাক্টরি বলে?
উত্তর- রাইবোজোম
123. দুটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম লেখাে।
উত্তর- A, D,E,,K
124. ORS-র পুরাে নাম কী?
উত্তর- ওরাল রিহাইড্রেশন সলিউশন
নীচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম
জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ-
125. হিস্টেনযুক্ত DNA:ইউক্যারিওট::প্রোটিনবিহীন
DNA:________।
উত্তরঃ- প্রোক্যারিওট
126. কোন কলায় ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়?
উত্তর:- হৃদ পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক
দেখা যায়।
127. একটি মিশ্র গ্রন্থির নাম লেখ।
উত্তর:- একটি মিশ্র গ্রন্থি হল অগ্নাশয়।
128. মানুষের প্লীহার ওজন কত।
উত্তর:- পরিণত মানুষের প্লীহার ওজন
প্রায় 150 গ্রাম।
129. কোন অঙ্গাণু কে প্রোটিন ফ্যাক্টরি বলে?
উত্তর:- লাইসোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে।
130. দুটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম করো।
উত্তর:- ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো A, D, ও K
131. ORS-র পুরো নাম কী?
উত্তর:- ORS ওরাল রিহাইড্রেশন সলিউশন।
132. একটি দ্বিশর্করার উদাহরন দাও।
উত্তরঃ- সুক্রোজ
133. গলগন্ড প্রতিরোধ কারী একটি লবনের উদাহরন দাও।
উত্তরঃ- NaI
134. পাকস্থলী থেকে ক্ষরিত হয় এমন একটি অ্যাসিডের নাম লেখো।
উত্তরঃ- Hcl
বিসদৃশ শব্দটি বেছে লেখোঃ-
135. শ্বেতসার, গ্লুকোজ, রাইবোজ, লাইসিন
উত্তরঃ- লাইসিন
136. একটি নাইট্রোজেনযুক্ত ক্ষারের নাম লেখো।
উত্তরঃ- অ্যাডিনিন
নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টি সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূণ্যস্থানে
উপযুক্ত শব্দ বসাওঃ-
137. অ্যালবুমিন:সরলপ্রোটিন::হিমোগ্লোবিনঃ__________।
উত্তরঃ- সংযুক্তপ্রোটিন
138. প্রোটিনের ক্যালোরি মূল্য কত?
উত্তরঃ- কিলোক্যালোরি/গ্রাম
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে লেখোঃ-
139. ইউরাসিল, পিরিমিডিন, থাইমিন, সাইটোসিন
উত্তরঃ- পিরিমিডিন
140. একটি জটিল লিপিডের নাম লেখো।
উত্তরঃ- ফসফলিপিড
141. স্নায়ু উদ্দীপনা প্রেরনে সাহায্য করে একটি খনিজের নাম লেখো।
উত্তরঃ- Na
”
জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম
শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/
WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education –
WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান সাজেশন / নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 9 Life Science
Suggestion / Class 9 Life Science
Question and Answer / Class 9 Life Science Suggestion / Class 9 Pariksha
Life Science Suggestion / Life Science Class 9 Exam Guide / MCQ , Short ,
Descriptive Type Question and Answer / Class 9 Life Science Suggestion FREE PDF
Download)
জীবন সংগঠনের স্তর
(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(Class
9 Life Science Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion
/ WBBSE Class 9th Life Science Suggestion / Class 9 Life Science Question and Answer / Class 9 Life Science Suggestion / Class 9 Pariksha Suggestion / Class
9 Life Science Exam Guide / Class 9 Life
Science Suggestion 2024, 2025, 2026,
2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Life
Science Suggestion MCQ , Short ,
Descriptive Type Question and Answer. / Class 9 Life Science Suggestion FREE PDF Download) সফল হবে।
জীবন সংগঠনের স্তর
(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
জীবন সংগঠনের স্তর
(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) Class 9 Life Science Question and Answer Suggestion নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর। জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান ] জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) Class 9 Life Science Question and Answer Suggestion নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
নবম
শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন
সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়)
জীবন সংগঠনের স্তর
(দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির জীবন
বিজ্ঞান জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) Class 9 Life Science Question and Answer Suggestion নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি জীবন
বিজ্ঞান | Class
9 Life Science
অষ্টম শ্রেণি জীবন
বিজ্ঞান (Class 9 Life Science ) – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জীবন
সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) | Class 9 Life Science Suggestion অষ্টম শ্রেণি জীবন
বিজ্ঞান – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর।
নবম শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Life Science Question and Answer, Suggestion নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) | নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) | নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান সহায়ক – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science Question and Answer, Suggestion | Class 9 Life
Science Question and Answer Suggestion |
Class 9 Life Science Question and Answer
Notes | West Bengal Class 9th Life Science Question and Answer Suggestion.
WBBSE Class 9th Life Science Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন
সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়)
নবম শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Life
Science Question and Answer, Suggestion নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) । Class 9 Life Science Question and Answer Suggestion.
WBBSE
Class 9 Life Science Suggestion নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) | Class 9 Life Science Suggestion নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Life Science Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন
সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
9 Life Science Question and Answer
Suggestions | নবম শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) | নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 9 Life Science Question and Answer নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 9 Life Science Question and Answer নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Life Science Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন
সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
9 Life Science Question and Answer
Suggestion নবম শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science Question and Answer Suggestion নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Life
Science Suggestion Download WBBSE Class 9th Life Science short question
suggestion . Class 9 Life Science
Suggestion download Class 9th Question Paper Life Science. WB Class 9 Life
Science suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.
জীবন সংগঠনের স্তর
(দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন
বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর জীবন
বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class
9 Life Science Question and Answer
Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Life
Science Suggestion with 100% Common in the Examination .Class Nine IXLife
Science Suggestion | West Bengal Board
of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Life Science Question and Answer, Suggestion Download PDF:
West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXLife Science
Suggestion is provided here. Class 9 Life Science Question and Answer Suggestion Questions
Answers PDF Download Link in Free here.
জীবন সংগঠনের স্তর
(দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science
Question and Answer with FREE PDF Download Link
জীবন সংগঠনের স্তর
(দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Question and Answer জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম
শ্রেণীর জীবন
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Question and Answer ”
0 Comments